ফেসবুকের প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে পেমেন্ট জায়ান্টরা





ফেসবুকফেসবুকের ডিজিটাল মুদ্রা সম্পর্কিত প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ডিজিটাল পেমেন্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো। সরে যাওয়া এ প্রতিষ্ঠানগুলোর তালিকায় আছে মাস্টারকার্ড, ভিসা, ই-বে ও স্ট্রাইপ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডিজিটাল মুদ্রা লিবরা প্রকল্প হাতে নিয়েছিল ফেসবুক। এজন্য বেশ কয়েকটি পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত এই চুক্তিতে থাকলো না পেমেন্ট প্রতিষ্ঠানগুলো।

এর আগে গত সপ্তাহে ফেসবুকের ডিজিটাল মুদ্রা প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয় পে-প্যাল। এবার আরও কয়েকটি প্রতিষ্ঠান সরে গেলো। ফলে বৈশ্বিক ডিজিটাল মুদ্রা চালুর প্রকল্পে বড় ধরনের ধাক্কা খেলো ফেসবুক।

ফেসবুক ডিজিটাল মুদ্রার প্রকল্প থেকে সরে যাওয়া সম্পর্কে ই-বে এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে থাকার বিষয়ে আর এগোতে চাই না আমরা। বর্তমানে আমরা আমাদের নিজস্ব কাজেই বেশি গুরুত্ব দিচ্ছি।