গ্যালাক্সি এস-টেনে আসছে অ্যান্ড্রয়েড ১০

অ্যান্ড্রয়েড ১০নিজেদের গ্যালাক্সি এস-টেন সিরিজের জন্য অ্যান্ড্রয়েড ১০-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে স্যামসাং। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণে নোটিফিকেশন তুলনামূলক ছোট আকারে দেখা যাবে, আরও উন্নত ডার্ক মোড এবং ফোকাস মোডের মতো ফিচারগুলোর সুবিধাও ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

এদিকে, প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ঠিক কোন কোন দেশের গ্যালাক্সি এস টেন ব্যবহারকারীরা বেটা সংস্করণের অ্যান্ড্রয়েড ১০ পাবেন, সে বিষয়টি এখনও পরিষ্কার করে জানায়নি স্যামসাং। ধারণা করা হচ্ছে, শুরুতে দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং যুক্তরাষ্ট্রে আনা হতে পারে এটি।

স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, গ্যালাক্সি এস১০ই, এস১০, এস১০ প্লাস এবং এস১০ ফাইভ-জি ডিভাইস ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করতে পারবেন।

ভার্জ জানিয়েছে, এস১০ সিরিজ ব্যবহারকারীদের স্যামসাং মেম্বারস অ্যাপে অ্যান্ড্রয়েড ১০ সম্পর্কিত নোটিফিকেশন পাঠাবে স্যামসাং। ওই নোটিফিকেশন আসার পর অ্যান্ড্রয়েড ১০ বেটা সংস্করণ ইন্সটল করতে পারবেন ব্যবহারকারীরা।