আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন রূপে গুগল ম্যাপস

ইনকগনিটো মোডআইফোন ব্যবহারকারীদের জন্য ‘ইনকগনিটো মোড’ চালু করল গুগল ম্যাপস। এর মাধ্যমে সাময়িকভাবে আইফোনে গুগল ম্যাপের ট্র্যাকিং বন্ধ রাখা যাবে। সংবাদ মাধ্যম সিএনবিসি জানায়, এখন থেকে ব্যবহারকারী তার ভ্রমণসংক্রান্ত তথ্য শেয়ার করবেন কিনা তা সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।

এ বিষয়ে গুগল একটি ব্লগ পোস্টে জানায়, ইনকগনিটো মোডে থাকা অবস্থায় ব্যবহারকারী কোনও জায়গা খুঁজলে বা নেভিগেট করলে তার গুগল অ্যাকাউন্টে সেই তথ্য সেভ হয়ে থাকবে না। আবার সেই সঙ্গে পার্সোনালাইজ ফিচার যেমন আপনি কী ধরনের রেস্টুরেন্ট গিয়েছেন এমন হিস্ট্রিগুলোও আর থাকবে না। সংবাদ মাধ্যমটি জানায়, ফিচারটি এবছরের শুরুতেই অ্যান্ড্রয়েডের জন্য চালু করা হয়েছে। এখন থেকে অ্যাপলের জন্যও একইভাবে কাজ করবে এটি।

এছাড়া ইনকগনিটো মোড চালু থাকলে ব্যবহারকারীর প্রোফাইল ছবি পরিবর্তন হয়ে একটি ধুসর রঙের আইকন দেখাবে শুধু। প্রোফাইল ছবির বদলে এই আইকন উঠে থাকলে ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি ইনকগনিটো মোডে আছেন। ফিচারটি আগামী সপ্তাহের মধ্যে সব জায়গায় চালু হবে বলে জানানো হয়েছে।