নতুন রূপে আসছে ফেসবুক নিউজফিড




ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে দিন দিন আপডেট হচ্ছে ফেসবুক নিউজফিড। প্রায়ই যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। এ ধারাবাহিকতায় আবারও নতুন ফিচার চালুর গুঞ্জন শুরু হয়েছে।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ বলছে নতুন ফিচারের কারণে ব্যবহারকারীদের নিউজফিড আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত হবে। প্রতিবেদনে বলা হয়, কয়েকদিনের মধ্যেই নিউজফিডের বড় পরিবর্তন দেখতে পাবেন ব্যবহারকারীরা। নতুন ফিচারের কারণে ফেসবুকের সব পোস্ট কয়েকটি ভাগে বিভক্ত থাকবে।

আরেক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ বলছে, ফেসবুকের মোবাইলফোন গ্রাহকদের জন্য ‘ট্যাবড ভার্সন’ নামের নতুন একটি সংস্করণ আনার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এই ভার্সনে সব মিলিয়ে নিউজফিডের তিনটি ট্যাব দেখা যাবে। যুক্ত হওয়া তিনটি ট্যাবের নাম হবে- মোস্ট রিলেভেন্ট, মোস্ট রিসেন্ট এবং অলরেডি সিন। এর মধ্যে মোস্ট রিসেন্ট ট্যাবের যাবতীয় পোস্ট গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন। তবে বাকি দুটি ট্যাবের পোস্ট দেখতে হলে ওই দুটি অপশনে যেতে হবে।

এরই মধ্যে কিছু ব্যবহারকারী ফেসবুকের নিউজফিডের নতুন ফিচার ব্যবহারের সুযোগ পেয়েছেন। ফেসবুকের পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সুযোগ পান তারা। জানা গেছে, পরীক্ষায় সফলতা পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ফিচারটি ছাড়া হবে। অবশ্য কবে সেটি ছাড়া হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে ইনস্টাগ্রামেও এমন নিউজফিড চালুর খবর প্রকাশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরের সত্যতা বাতিল করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।