বিসিএসের নতুন সভাপতি শাহিদ-উল-মুনীর, মহাসচিব মনিরুল

নতুন কমিটিতথ্যপ্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি হলেন মো. শাহিদ-উল-মুনীর। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মনিরুল ইসলাম। গত ১৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের মধ্যে সোমবার পদবণ্টন করা হয়েছে।

বিসিএসের নতুন কমিটির অন্য সদস্যরা হলেন মো. জাবেদুর রহমান শাহীন (সহ-সভাপতি),মো. মুজাহিদ আল বেরুনী সুজন (যুগ্ম-সচিব), মো.কামরুজ্জামান ভূঁইয়া (কোষাধ্যক্ষ) এবং পরিচালক হলেন যথাক্রমে মোশারফ হোসেন সুমন ও মো. রাশেদ আলী ভূঁঞা।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবির।

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি আগামী ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন।