স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়টসঅ্যাপ মেসেজ

হোয়াটসঅ্যাপগ্রুপ চ্যাটে আপনা-আপনি মেসেজ মুছে যাওয়ার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়টসঅ্যাপ। গ্রুপ চ্যাটিংয়ে ছড়িয়ে থাকা লেখাগুলো অন্য কেউ যেন পড়তে না পারে এজন্যই এমন ব্যবস্থা। তবে এই সুবিধাটি ব্যক্তিগত চ্যাটিংয়ে থাকছে না।

আইএএনএস জানায়, ফিচারটিতে মেসেজ ডিলিট করতে সময় নির্ধারণ করার সুবিধা থাকছে। অর্থাৎ চ্যাটের গ্রুপ অ্যাডমিন তার সুবিধামতো এক ঘণ্টা থেকে এক বছরের মধ্যে যেকোনও সময় নির্ধারণ করে দিতে পারবেন।

বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে হোয়টসঅ্যাপ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে কাজ করে আসছে। গ্রুপ চ্যাটগুলোর আকার দিন দিন বড় হওয়াতে তার ব্যাকআপ রাখা মুশকিল হয়ে পড়ছিল। আর পুরনো মেসেজ এক এক করে ডিলিট করাটাও ব্যবহারকারীদের জন্য অনেক বিড়ম্বনার একটি বিষয়। এ কারণেই এমন একটি সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের।

ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরিভাবে খুব শিগগিরই ফিরতে পারে। তবে এটা আর ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি এক নয় বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।