গ্যাজেট অ্যান্ড গিয়ারের পণ্য এখন অনলাইন শপেও

গ্যাজেট অ্যান্ড গিয়ারদেশে চলমান করোনা ভাইরাস সংকটের কারণে সীমিত পরিসরে খুলেছে মার্কেট, দোকান পাট। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের তাই সব মোবাইল শপ চালু হচ্ছে না। মাত্র ৭টা শপ চালু হয়েছে। তবে প্রতিষ্ঠানটির অনলাইন শপ আগে থেকেই চালু আছে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।  

গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী নূরে আলম শিমু বলেন, আমাদের অনলাইন শপ (www.gadgetandgear.com) চালু আছে। করোনা সংকটের এই সময়ে স্মার্টফোনপ্রেমীরা যেন ঘরে বসেই আমাদের শপের ফোন কিনতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৭টা শপ  চালু করতে পেরেছি। এছাড়া ক্রেতারা তাদের পছন্দের মোবাইলফোনটি আমাদের সাইট থেকেও কিনতে পারবেন। ঢাকার মধ্যে অর্ডার দেওয়ার ১-৩ দিনের মধ্যে পণ্য পৌঁছে যাবে গ্রাহকের ঘরে।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের মোবাইল শপ খোলা থাকছে রাজধানীর বনানী, ধানমন্ডি, মতিঝিল, খিলগাঁও, পুরানা পল্টন, গুলশান এভিনিউ ও উত্তরার নর্থ টাওয়ারে।