1ডিজিটাল বাংলাদেশের স্থপতি, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) অনলাইন আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের সজীব আহমেদ ওয়াজেদ’র নামে নামকরণকৃত ‘সজীব ওয়াজেদ উপগ্রহভূ-কেন্দ্র গাজীপুর ও বেতবুনিয়া উপগ্রহভূ-কেন্দ্র দুটির কর্মকর্তা এবং বিসিএসসিএল’র প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনের মাধ্যমে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সজীব আহমেদ ওয়াজেদ’র এর বিভিন্ন কর্মকাণ্ড ও জীবনের উল্লেখযোগ্য দিকের নিয়ে বক্তারা আলোচনা করেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন সচিব মো. নূর-উর-রহমান।