মানুষের ব্রেইনে চিপ স্থাপন প্রকল্পে প্রাথমিক সফলতা!

এলোন মাস্কউদ্যোক্তা হিসেবে এলোন মাস্কের খ্যাতি বিশ্বজুড়ে। এখনও পর্যন্ত সবার কাছে পরিচিত তার দুটি উদ্যোগ হলো— টেসলা ও স্পেসএক্স। এগুলোর পাশাপাশি তিনি আরও একটি ভিন্নধর্মী প্রকল্প নিয়ে এগোচ্ছেন। তার নতুন এই প্রকল্পের নাম নিউরালিংক।

ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, নিউরালিংক হলো এমন একটি প্রকল্প, যার মাধ্যমে মানুষের ব্রেইনে কম্পিউটার চিপ লাগিয়ে দেওয়া হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ব্রেইন আরও জটিল সব কাজ দ্রুতগতিতে করতে পারবে।

ইতোমধ্যে মানুষের ব্রেইনে চিপ স্থাপনের প্রকল্পে প্রাথমিক সফলতা পেয়েছেন এলোন মাস্ক। এই প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে পরীক্ষামূলকভাবে একটি শূকরের ব্রেইনে সফলতার সঙ্গে চিপ লাগানো হয়। ওই চিপের আকার একটি কয়েনের চেয়েও ছোট।

এ সম্পর্কে নিউরোলিংক প্রকল্প সংক্রান্ত এক অনুষ্ঠানে মাস্ক বলেন, ‘আপনি চাইলেই আপনার মস্তিষ্কে ডিভাইস স্থাপন করতে পারবেন এবং এটি স্থাপনের পরও সবকিছু স্বাভাবিক মনে হবে। এই ডিভাইস আপনার মস্তিষ্ক ও মেরুদণ্ডের বেশ কিছু সমস্যা সমাধান করবে।’

মানুষের মস্তিষ্কে যে চিপ স্থাপন করা হবে তার সঠিক আকার হবে দশমিক দুই চার (.২৪) ইঞ্চি। এ সম্পর্কে মাস্ক বলেন, ‘চিপ স্থাপনের জন্য অপারেশনে কোনও রক্তপাত হবে না। এটা আপনার স্কালে অনেকটা ক্ষুদ্র তারযুক্ত স্মার্টওয়াচের মতো থাকবে। চিপটি খুব সুন্দরভাবে মস্তিষ্কে স্থাপন করা যায়।’

এ পর্যন্ত পরীক্ষামূলকভাবে তিনটি শূকরের মস্তিষ্কে এ ধরনের চিপ স্থাপন করা হয়েছে। তবে মানুষের ব্রেইনে এখনও এর পরীক্ষা চালানো হয়নি। এ ধরনের চিপ স্থাপনের খরচ সম্পর্কে মাস্ক বলেন, ‘এটা খুব একটা ব্যয়বহুল হবে না।’

সূত্র : বিবিসি,গেজেটস নাউ