বদলে যাচ্ছে সাভার এক্সচেঞ্জের সব টেলিফোন নম্বর

বিটিসিএল

আধুনিক ও উন্নত সেবাদান নিশ্চিত করতে সাভার টেলিফোন বিভাগের  ৯ হাজার টেলিফোন নম্বর ৭ ডিজিট থেকে ১১ ডিজিটে রূপান্তর করা হচ্ছে। আগামী ১১ অক্টোবর মধ্যরাতের পর পর্যায়ক্রমে সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার সেনানিবাস ও সংলগ্ন এলাকার টেলিফোন নম্বরগুলো পরিবর্তন করা হবে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিটিসিএলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাভার, সাভার সেনানিবাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডেইরিফার্ম ও পার্শ্ববর্তী এলাকার ৭৭৪ ও ৭৭৯ গ্রুপের ৭ ডিজিটের টেলিফোন নম্বরগুলো যথাক্রমে ০২২২৪৪৪ , ০২২২৪৪৯ ও ০২২২৯০৯ গ্রুপের ১১ ডিজিটে পরিবর্তন করা হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডেইরিফার্ম ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য জিপিওএন (গিগাবিট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক) -এর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকবে। ৮ ডিজিটের নতুন জিপিওএন নম্বর ২৪৪৪৪০০১ থেকে শুরু হবে।

নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।