বিশ্বব্যাপী টুইটারে বড় ধরনের আউটেজ

টুইটারবিশ্বব্যাপী টুইটারে বড় ধরনের আউটেজ ঘটেছে। তবে এবারেরটি কোনও হ্যাকিংয়ের কারণে ঘটেনি। প্রতিষ্ঠানটি জানায়, অনিচ্ছাকৃত কিছু পরিবর্তনের কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ইউরোপ,অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবহারকারীরাই প্রায় ঘণ্টার ওপরে সাইটটিতে ঢুকতে পারেননি। বিপরীতে তারা বিভিন্ন রকম ত্রুটির বার্তা পেয়েছেন। ডাউন ডিটেকটরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক সময় ২১:৩০ থেকে এই সমস্যা শুরু হয়। তবে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, এটি নিরাপত্তা বা হ্যাকিংয়ের কারণে ঘটেনি।

এছাড়া নেটব্লক জানায়, সমস্যাটি দেশভিত্তিক ইন্টারনেটের কোনও সমস্যার কারণে ঘটেনি।

সূত্র: বিবিসি