নতুন উদ্যোগকে সফল করতে চাই: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারিত্বে বিশ্বাস করি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে নতুন উদ্যোগকে সফল করতে চাই।

শনিবার (১ মে) অনলাইনে অনুষ্ঠিত হয় আই সোশ্যালের সুযোগ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক এর উদ্বোধন করেন।

পলক বলেন, আজ ২০২১ সালে এসে সাড়ে এগারো কোটি জনগণ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। আমি নিজে বিভিন্ন সময় দেখেছি, কীভাবে নারী উদ্যক্তারা একটি সামাজিক বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি সরকার, বেসরকারি খাত ও শিক্ষা প্রতিষ্ঠান এই তিনের সমন্বয় যদি সঠিকভাবে করতে পারি, তবে অনেক বড় বড় উদ্যোগ সফল করা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আফতাবুল ইসলাম, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও টিনা জাবিন।