‘বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার চেয়ে ভাল কিছু হতে পারে না।  বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং টুলস উদ্ভাবন শিশুদের প্রোগ্রামিং শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।  

তিনি মনে করেন, ছোটদের জন্য প্রোগ্রামিং শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে স্ক্র্যাচ। তিনি এ ব্যাপারে প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, সরকার ও ট্রেডবডিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় বিডিওএসএন আয়োজিত স্ক্র্যাচ প্রোগ্রাম’র বাংলা সংস্করণ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিও-এর সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফী, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’র সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ বক্তৃতা করেন।

সভাপতির বক্তৃতায় ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বাংলা ভাষায় প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।