২০২১ সালে ১৪ হাজার ৩০৭ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন

২০২১ সালে ১৪ হাজার ৩০৭ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন। ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে একই বছরে গ্রামীণফোনে যুক্ত হয়েছেন ৪২ লাখ নতুন গ্রাহক। ফলে বছর শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৩ লাখে। এরমধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ (৪ কোটি ৪৬ লাখ) গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করেন।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) অপারেটরটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে। অপারেটরটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ২০২১ সালে গ্রামীণফোন বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ফেব্রুয়ারির শুরুতে আমরা ৮ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করি। মার্চ মাসে আমরা ১০.৪ মেগাহার্টজ নতুন তরঙ্গ অধিগ্রহণ করি। মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে গ্রামীণফোন দেশজুড়ে এর শতভাগ টাওয়ার সবচেয়ে বিস্তৃত ফোরজি/এলটিই নেটওয়ার্কের আওতাভুক্ত করে।

গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার বলেন, মোট রাজস্বে ২ দশমিক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে এ বছর রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৭ কোটি টাকা। কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৩ কোটি টাকা।