বকেয়া পরিশোধে ব্যর্থ, এবার ম্যাঙ্গো ও আইটেলের ব্যান্ডউইথ ব্লক

বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় এবার ম্যাঙ্গো টেলি সার্ভিসেস ও আইটেল আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ব্যান্ডউইথ ব্লক করেছে বিটিআরসি। রাজস্ব ভাগাভাগির (রেভিনিউ শেয়ারিং) অর্থ বকেয়া থাকায় এবং তাগাদা দেওয়া সত্ত্বেও পরিশোধ না করায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আইআইজি অপারেটর দুটির ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে।

বুধবার (১৭ জানুয়ারি) বিটিআরসি এই নির্দেশনা জারি করে। নিয়ন্ত্রক সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,  পাওনা আদায়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।  

এর আগে পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয় বিটিআরসি।