দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্মার্টফোন ব্র্যান্ড অনার। ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন অনার-৯০ মডেলের ফোন দিয়ে দেশে যাত্রা করলো ফোনটি। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রবিবার (১৫ অক্টোবর) এক জমকালো অনুষ্ঠানে এর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশে অনারের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার গুও ল্যাং, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, জিটিএম ম্যানেজার শুভংকর গোলদার, সেলস ম্যানেজার তৌহিদুর রহমানসহ অনেকে।
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ২০২০ সালে হুয়াওয়ে থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করে অনার। ২০২৩ সালে চায়না মার্কেটে এক নম্বর অবস্থান দখল করেছে অনার। শিগগিরই বাংলাদেশের বাজারেও অনারের বাজেট মডেলের সব অফিসিয়াল পণ্য পাওয়া যাবে।
১৭ অক্টোবর থেকে ফোনটির প্রি-বুক শুরু হচ্ছে। উপহারসহ ফোনটির প্রি-বুক মূল্য ৫৬ হাজার ৯৯৯ টাকা।
/এইচএএইচ/