স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ফেসবুক লিংকে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজবাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ফেসবুক লিংকে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইট দেখাচ্ছে। এটি কারিগরি ত্রুটি না হ্যাকিংয়ের শিকার তা জানা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইটে মোবাইল ফোন দিয়ে প্রবেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইকনে ক্লিক করলে সঠিক সাইটটিই দেখায় কিন্তু পিসি বা ল্যাপটপ থেকে প্রবেশ করলে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ দেখা যাচ্ছে।

বিষয়টি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক (পলিটিক্যাল ও আইসিটি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি চেক করে দেখেছি, আমার এখানে ঠিকই দেখাচ্ছে। তারপরও বিষয়টি কারিগরি ত্রুটি কিনা আমরা দেখছি।’

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, ‘এর পেছনে তিনটি কারণ থাকতে পারে। পেজটা হ্যাকিংয়ের শিকার হতে পারে, ইউআরএল জনিত সমস্যার কারণেও হতে পারে অথবা কারিগরি ত্রুটি, বিশেষ করে কোনও ‘বাগ’ থেকে যেতে পারে সাইটে। সাইটি যারা রক্ষণাবেক্ষণ করেন, বা যারা বানিয়েছেন তারা সঠিকভাবে বলতে পারবেন আসলে কেন এমনটা হয়েছে।’