করোনায় জুমের জয়-জয়কার

গত বছর বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তে শুরু করে গ্রুপ ভিডিও কলিং অ্যাপ জুমের। বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করলে অফিস-আদালত, কনফারেন্স, মিটিং ইত্যাদি চলতে থাকে জুম অ্যাপে। এছাড়া অনলাইন ক্লাসের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে অ্যাপটি।

২০১৯ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০২০ সালের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে জুমের বিক্রি ৩৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠানের মুনাফা ছিল ২১ দশমিক ৭ মিলিয়ন ডলার, ২০২০ সালে মুনাফা একলাফে দাঁড়ায় ৬৭১ দশমিক ৫ মিলিয়ন ডলার। 

জুম প্রধান এরিক ইউয়ান জানান, গত বছরের চতুর্থ প্রান্তিকের সাফল্যের সুবাদে আমরা অবিশ্বাস্য একটি বছর পার করেছি। করোনা যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, আমাদের কার্যক্রম তখন সবে শুরু হয়েছে।   চলতি বছরে প্রতিষ্ঠানটির বিক্রি ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। এ ঘটনায় জুমের শেয়ার ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

বিনিয়োগকারীদের উদ্দেশে এরিক বলেন, জুমের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফট ও গুগলের সঙ্গে পাল্লা দিয়ে জুম কতটা এগিয়ে যেতে পারবে তার ওপর নির্ভর করবে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ।

সূত্র: বিবিসি