লকডাউনে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে ২০০ জিবিপিএস

লকডাউনের প্রথম দিন ঠিকঠাক থাকলেও দ্বিতীয় দিনে এসে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) ব্যান্ডউইথের ব্যবহার এক লাফে বেড়েছে ২০০ জিবিপিএস’র (গিগাবিট পার সেকেন্ড) বেশি। আর এর ফলে দেশের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের পরিমাণ ২ হাজার জিবিপিএস ছাড়ালো।

জানা গেছে, লকডাউনে করপোরেট সেগমেন্টে ইন্টারনেটের ব্যবহার তেমন না বাড়লেও হোম ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। হঠাৎ করেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হওয়ায় এই চাপ বেড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বৃহস্পতিবার নাগাদ প্রকৃত চিত্র পাওয়া যাবে।

জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, 'গতকালের চেয়ে আজকে ইন্টারনেটের ব্যবহার বেশি। প্রথমদিন তেমন কোনও প্রভাব বোঝা যায়নি।' তিনি জানান, সব আইএসপির গড়ে ১০ থেকে ১৫ শতাংশ ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে। প্রায় সব আইএসপির কিছু অব্যবহৃত ব্যান্ডউইথ থাকে যাতে করে হঠাৎ ব্যবহার বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া যায়। এখন সেই ব্যান্ডউইথ দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আরও দুদিন গেলে বোঝা যাবে বাড়তি ব্যান্ডউইথ লাগবে কিনা।

ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান (আইআইজি) লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ জানালেন, দুই দিনে খুব একটা প্রভাব বোঝা যায়নি। একসপ্তাহ গেলে চিত্রটা পরিষ্কার হবে। তিনি বলেন, 'হঠাৎ ২০ থেকে ২৫ শতাংশ ব্যান্ডউথের চাহিদা বাড়লে আমরা তাৎক্ষণিকভাবে সাপোর্ট দিত পারবো। বেশি হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে।'