‘জেরুজালেম প্রেয়ার টিম’ পেজ সরাতে বাধ্য হলো ফেসবুক

ফিলিস্তিনের ওপর বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এই হামলার পক্ষে সমর্থন আদায়ে এবং ফিলিস্তিনিদের ব্যাখ্যা আটকে দিতে ফেসবুকের সহায়তা নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।  পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলিদের পক্ষ নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।  তারা ইসরায়েলি বাহিনীর হামলার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছে।  এজন্য খোলা হয়েছে ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামের একটি ফেসবুক পেজ। তুমুল সমালোচনার মুখে পেজটি সরিয়ে নিয়েছে ফেসবুক।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের নিউজে বলা হয়, ফেসবুকের এই  পেজের লাইক সংখ্যা ৭০ লাখেরও বেশি।  তবে সার্চ জায়ান্ট গুগুল বলছে, এই সংখ্যা অনেক, ৭ কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৬৯৩।  অনেক ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ— তাদের অজান্তেই ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামের পেজে লাইক হয়ে গেছে।  অথচ তারা কখনও সেই পেজে প্রবেশই করেননি।  এমনকি এই নামে কোনও পেজ আছে বলেও তাদের জানা ছিল না।  জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজে দেওয়া সব পোস্টই ফিলিস্তিনিদের বিপক্ষে প্রচারণার অংশ। 

এই পেজ থেকে ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, ইসরায়েলের ভূমি রক্ষা করা তাদের অধিকার। বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করছেন— ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে পোস্ট করা কনটেন্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক ও ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম।  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইসরায়েলের বক্তব্য গুরুত্ব দিয়ে প্রচার করছে।  এ বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বলছেন, ফেসবুকের উচিত তাদের অ্যালগরিদম পুরোপুরি উল্টে দেওয়া। বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে কিছুই বলা যাচ্ছে না। এই অবস্থার পরিবর্তে দেশটির সমালোচনা হওয়া উচিত।