গুগল ফটোজের ‘লকড ফোল্ডার’ ফিচার যেভাবে কাজ করবে

কিছুদিন আগে গুগল ফটোজে ‘লকড ফোল্ডার’ নামের একটি ফিচার আনার ঘোষণা দেয় গুগল। এবার এই ফিচারটি পিক্সেল ফোনের জন্য চালু হচ্ছে। ধাপে ধাপে এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে কীভাবে এই ফিচার কাজ করবে সেটিও জানিয়েছে তারা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক রাডার এক প্রতিবেদনে জানায়, গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচারের সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ ছবি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত আলাদা একটি ফোল্ডারে রাখতে পারবেন। এতে আপনার গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত এসব ছবিতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

শুরুতে শুধু গুগল পিক্সেল ফোন ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। ইতোমধ্যে অনেক পিক্সেল ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছেন। বাকিদের জন্যও দ্রুতই কার্যকর হবে লকড ফোল্ডার। তবে গুগল বলছে, বছরজুড়ে আরও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচার চালু করা হবে।

যেভাবে কাজ করবে লকড ফোল্ডার ফিচার

লকড ফোল্ডারে ছবি রাখতে চাইলে প্রথমেই অ্যান্ড্রয়েডের ক্যামেরা অ্যাপ ওপেন করুন। এরপর ক্যামেরার ডান কোণায় ‘ফোল্ডার’ অপশন পাবেন। সেখান থেকে ‘লকড ফোল্ডার’ সিলেক্ট করতে হবে। এবার ছবি তুলুন বা ভিডিও করুন। ছবি তোলা শেষে ‘প্রিভিউ’ অপশনে গিয়ে প্রয়োজনে এডিটও করা যাবে। সবশেষে ‘মুভ’ অপশনে সিলেক্ট করলে ছবি বা ভিডিওটি আপনার লকড ফোল্ডারে চলে যাবে।

লকড ফোল্ডারে রাখা সব ছবি দেখতে হলে প্রথমেই অ্যান্ড্রয়েড ক্যামেরা অ্যাপের ওপরের দিকে ডান কোণায় ‘গ্যালারি’ আইকনে ক্লিক করুন। এরপর ‘লাইব্রেরি’ অপশন থেকে ‘ইউটিলিটিস’ অপশনে যেতে হবে। এখানে আপনি লকড ফোল্ডারটি পাবেন। সবশেষে নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে লকড ফোল্ডারে প্রবেশ করুন।

লকড ফোল্ডার ফিচার সম্পর্কে গুগল এক পোস্টে জানিয়েছে, এই ফোল্ডারে থাকা সব ছবি শুধুই ফোনে সেভ থাকবে। অর্থাৎ এগুলোর কোনও ব্যাকআপ থাকবে না। ফলে এসব ছবি গুগল ফটোজের মেমরি, শেয়ারড অ্যালবাম বা অন্যকোনও অ্যাপে দেখা যাবে না। লকড ফোল্ডারে রাখা ছবির ব্যাকআপ সুবিধা না থাকায় আপনার ফোন হারিয়ে গেলে ছবিগুলো আর পাওয়া যাবে না।