স্যাটেলাইট সুবিধা থাকতে পারে নতুন আইফোনে

আইফোনের নতুন সংস্করণে (১৩) থাকতে পারে স্যাটেলাইট ফোন কলের সুবিধা। যদিও অনেকে বলছে, এটা গুজব। আইফোন তার ধারা যদি বজায় রাখে তাহলে আগামী অল্প কিছুদিনের মধ্যে নতুন আইফোন বাজারে ছাড়বে। অ্যাপল বিশ্লেষক কুয়ো মূলত এই গুজব বা ভবিষ্যদ্বাণী করেছেন। ম্যাক রিউমারের বরাতে তিনি জনান, নতুন আইফোনে থাকতে পারে স্যাটেলাইট কল করার সুবিধা।

কুয়ো বলেন, আইফোন ১৩ তে থাকতে পারে লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট সুবিধা। কেননা সেটটিতে থাকছে কাস্টমাইজড কোয়ালকম এক্স৬০ বেজব্যান্ড চিপ। এলইও স্যাটেলাইটটি বিশেষ পরিচিতি লাভ করেছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের কারণে। এই এলইও হলো অপেক্ষাকৃত নিচু কক্ষপথে চলা স্যাটেলাইট। এগুলো করা হয়েছে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার জন্য।

তবে শুধু স্টারলিংকই যে এলইও ব্যবহার করে তা কিন্তু নয়। হাগহেসন্ট এবং ওয়ান ওয়েবও যৌথভাবে বিশ্বব্যাপী ফাইভ-জি’র একটি কার্যক্রম চালাচ্ছে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, বিষয়টি যদি গুজবই হয় তাহলে এই এক্স৬০ চিপটি ফাইভ-জি’র অন্য কোনও এলিমেন্টকে সাপোর্ট করার জন্য। চিপটিতে রয়েছে মিশ্র প্রযুক্তি। এলইও ফাইভ-জিতে রয়েছে এমন প্রযুক্তি যার মাধ্যমে এমন সব এলাকা যেখানে নেটওয়ার্কের টাওয়ার নেই বা সাধারণ ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে এই এলইও এর মাধ্যমে ফাইভ-জি গতি ঠিকমতো পাওয়া যাবে।