প্রোডাক্ট ডেভেলপমেন্টে ধীরগতি আনলো ফেসবুক

হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ক্ষেত্রেই ফেসবুক একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে ‑ এমন ধারণা করা হলেও সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত হুইসেলব্লোয়ারের রিপোর্টের অভিযোগের পর ফেসবুক এসব প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজে ধীরগতি আনার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ফেসবুক একেবারে তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট বন্ধ করে দিচ্ছে না বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম উবারগিজমো। এর বদলে ফেসবুকের সব বিভাগীয় প্রধান তাদের প্রোডাক্টগুলো বিশ্লেষণ করছেন যেনও এগুলো নতুন করে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট না করে। বিশেষ করে শিশুদের বিষয়ে তারা নতুন করে যেনও সমালোচনার শিকার না হয় বা কোনও খারাপ প্রভাব না পড়ে।

এর ভালো একটি উদাহরণ হলো ইনস্টাগ্রাম। কেননা সম্প্রতি তারা জানিয়েছিল ‑ শিশুদের জন্য ইনস্টাগ্রাম ডেভেলপমেন্ট আপাতত বন্ধ রাখছে। কিন্তু রিপোর্ট ধারণা দিচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলোও একই রকমভাবে আক্রান্ত হতে পারে। জাকারবার্গ এ বিষয়ে তার ওয়ালে অনেক বড় একটি পোস্টও দেন।

তার কথা অনুসারে, আমি বিশ্বাস করি এই দীর্ঘ সময়ে আমরা চেষ্টা করেছি সঠিকটা করতে এবং এমন কিছু অভিজ্ঞতা তৈরি করতে যা মানুষের জীবনমান উন্নত করে। এটা আমাদের ব্যবসা এবং কমিউনিটি উভয়ের জন্যই ভালো। আমি আমার প্রতিষ্ঠানের প্রধানদের বলেছি ‑ আগামী কয়েক দিনে কাজের আরও গভীরে যেতে যেন আপনারা আমাদের কর্মকাণ্ড দেখতে পান।

তবে সংবাদ মাধ্যমটি মন্তব্য করে, যেহেতু ফেসবুক তার বাহ্যিক কর্মকাণ্ডের পেছনে ভেতরে কী করছে তা সবার পক্ষে জানা সম্ভব নয় তাই এটি বলা সম্ভব নয় বিষয়গুলো ব্যবহারকারীদের ওপর মূলত কী প্রভাব ফেলবে।