ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে বাংলালিংকে

ইন্টারনেট (ডাটা) শেষ হয়ে গেলেও ফেসবুক ব্যবহার করতে পারবেন বাংলালিংকের গ্রাহকরা। এজন্য গ্রাহকদের জন্য টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার অ্যাপ চালু করেছে বাংলালিংক। এর ফলে ডেটা শেষ হলেও ব্যবহারকারীরা টেক্সট-অনলি সংস্করণের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। পাশাপাশি কোনও চার্জ ছাড়াই ডিসকভার ওয়েব ও অ্যাপ দিয়ে দৈনিক ২০ এমবি পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। 

নতুন ডেটা কেনার আগ পর্যন্ত টেক্সট-অনলি ফেসবুক থেকে করা যাবে মেসেজ, ছবি আপলোড, লেখা বা স্ট্যাটাস পোস্ট, লাইক ও কমেন্ট। তাছাড়া ফেসবুকের সব লেখাও দেখা যাবে এ সময়।

বাংলালিংকের স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর আহমেদ সাকিব বলেন, আমাদের ব্যবহারকারীরা এখন ডেটা শেষ হওয়ার পরও ফেসবুক ও ডিসকভার’র টেক্সট-অনলি সংস্করণ উপভোগ করতে পারবেন।