‘ট্রুথ সোশ্যাল’ দিয়ে ট্রাম্পের বিলিয়ন ডলার সংগ্রহের উদ্যোগ

স্টক মার্কেটে লিস্টিংয়ের জন্য ‘ট্রুথ সোশ্যাল’ মিডিয়া বিনিয়োগকারীদের কাছ থেকে এক বিলিয়ন ডলার সংগ্রহ করবে। এমনই একটি ঘোষণা দিয়েছে ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান। আগামী বছর এই সোশ্যাল মিডিয়া বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মূলত ফেসবুক এবং টুইটার থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করার পর  তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প জানান, এই এক বিলিয়ন ডলার টেক জায়ান্টদের জন্য একটি বার্তা যে— এমন সেন্সরশিপ এবং বৈষম্যের একটি শেষ আছে।

বলা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়াটি রাজনৈতিক মতাদর্শের ওপর ভিত্তি করে বৈষম্যবিহীন একটি উন্মুক্ত আলোচনার স্থান হবে। ট্রাম্পের এই প্রতিষ্ঠানটি ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব নিয়েছে।

বিবিসি জানায়, মূলত এ বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থকদের আক্রমণের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তাকে নিষিদ্ধ করা হয়। এদিকে ট্রাম্পের অভিযোগ— কোনও প্রমাণ ছাড়াই তাকে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্পের প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুযায়ী, টুইটারে তার অনুসারী ছিল ৮৯ মিলিয়ন, ফেসবুকে ৩৩ মিলিয়ন, আর ইনস্টাগ্রামে ছিল ২৪ দশমিক ৫ মিলিয়ন। বিশাল সংখ্যক অনুসারী থাকা অবস্থায় তাকে নিষিদ্ধ করা হয়। আগামী বছর প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে এটি সম্পূর্ণ উন্মুক্ত হবে।