রিপোস্ট বাটনের পরীক্ষা চালাচ্ছে টিকটক

আগে সোশ্যাল মিডিয়ায় পুরনো কোনও পোস্টকে রিপোস্ট করতে চাইলে প্রথমে সেটাকে ডাউনলোড করতে হতো। এরপরে তাকে নতুন করে আপলোড করে পোস্ট করতে হতো। আজকাল এই রিপোস্টের বিষয়টি খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দু’একটি বাটন ট্যাপ করেই এই রিপোস্টের কাজটি করা যায়।

টিকটক ব্যবহারকারীদের জন্যও এমন একটি সুখবর বয়ে আনতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান। টিকটকের জন্যও এমন একটি রিপোস্ট বাটন এখন চালু হওয়ার পথে। আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

তবে ফিচারটি কীভাবে কাজ করবে এবং কোথায় এই ভিডিও কাজ করবে, তা এখনও পরিষ্কার নয়। তবে ইনস্টাগ্রামের মতো নিজের স্টোরিতে ফটো বা ভিডিও শেয়ার করার কোনও সুবিধা থাকছে না। অন্তত প্রথম দিকে নয়। ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম উবারগিজমো। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে খুব সীমিত পরিসরে এটি চলছে।