স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার শুরু

তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ জানুয়ারি)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা খোলা থাকবে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য।

মেলায় সর্বশেষ প্রযুক্তির বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাব ও একসেসরিজ পাওয়া যাবে বলে জানা গেছে। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন। মেলা শেষ হবে শনিবার।

আয়োজকরা জানিয়েছেন—বৃহস্পতিবার বিকাল ৪টায় মেলা উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মেলায় বিশেষ ছাড়ে কেনা যাবে স্মার্টফোন ও ট্যাব। পাশাপাশি পাওয়া যাবে স্টাইলিশ একসেসরিজ। 

মেলায় থাকছে স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো, হুয়াওয়ে ইত্যাদি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য।

মেলায় ব্যতিক্রমধর্মী প্যাভিলিয়ন নিয়ে থাকছে ডিএক্স। প্রতিষ্ঠানটি স্মার্টফোন বিক্রির পাশাপাশি তাদের নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ডিএক্স মার্টের কার্যক্রম প্রদর্শন করবে মেলায়। এই প্যাভিলিয়ন থেকে স্মার্টফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে তিনি ক্লাবের সদস্য হয়ে যাবেন। সদস্য পদ ব্যবহার করে তিনি বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, বিমান ভাড়া, কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করবেন। এজন্য কোনও বাড়তি টাকা গুনতে হবে না।