প্রথম এনজেল বিনিয়োগ পেলো চকপেন্সিল ডট কম

প্রথম এনজেল বিনিয়োগ পেলো শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান চকপেন্সিল ডট কম।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী জানান, করোনায় লকডাউনের সময় সবার মতো আমরাও উপলব্ধি করি কোমলমতি শিশুদের মানসিক অবস্থার কথা। সিদ্ধান্ত নিয়ে ফেলি শিশুদের এই স্ক্রিন টাইম (টিভি দেখা, মোবাইল ফোন ব্রাউজিং) কমিয়ে তাদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। সেই ভাবনা থেকেই চক পেন্সিলের কাজ গতি পায়।

তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডাব্লিউপি ডেভেলপার ও এআরকমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানের নেতৃত্বে নতুন বিনিয়োগকারীরা এ বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে ডাব্লিউপি ডেভেলপারের প্রধান নির্বাহী নাজমুল হাসান রূপক অন্যতম।

প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী জানান, নতুন এই বিনিয়োগের অর্থ দিয়ে আরও বড় এবং ব্যাপক পরিসরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে চকপেন্সিল। মূলত নতুন নতুন পণ্য সংগ্রহ, নিজস্ব পণ্য উৎপাদন ও মানোন্নয়ন এবং উন্নত গ্রাহক সেবা এই তিন খাতে ব্যবহার করা হবে এই প্রাথমিক বিনিয়োগের টাকা। এই বিনিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে চকপেন্সিল’র নিজস্ব পণ্য।