বাংলাদেশ ব্যান্ডউইথ সংকটে পড়বে না: মোস্তাফা জব্বার

‘এখন আমরা টেলিযোগাযোগ খাতের যে অগ্রগতি দেখি তার সূচনা হয় ১৯৯৭ সালে। সে সময় মোবাইল অপারেটরের হাত ধরে আমরা ২-জি মোবাইল ফোনের যুগে প্রবেশ করি।’ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার (২৯ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও স্বাস্থ্যসম্মত বার্ধক্যের জন্য ডিজিটাল প্রযুক্তি প্রতিপাদ্যে এ বছর ১৭ মে সারা বিশ্বে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হয়েছিল। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার  (২৯ মে) বিটিআরসি প্রাঙ্গণে আয়োজিত রোড শো’র উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানসহ বিটিআরসি’র ঊধ্বর্তন কর্মকর্তা এবং খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রোড শো’তে বিটিসিএল, টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ডাক অধিদফতর, মোবাইল অপারেটর, মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনটিটিএন অপারেটর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, আইএসপিএবি, আইসিএক্স অপারেটর, আইআইজি অপারেটরসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ দফতর ও সংস্থা অংশ নেয়।

আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, তৃতীয় সাবমেরিন ক্যাবলে (সি-মি-উই-৬) যুক্ত হলে বাংলাদেশ ১৩২০০ জিবিপিএস ব্যান্ডউইথ  পাবে।

মন্ত্রী তার বক্তব্যে বেসরকারি খাতেও সাবমেরিন ক্যাবল লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বলেন, সৌদি টেলিকম বর্তমানে বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে এবং আরও ১ টেরাবাইট ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্য ১০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে এবং আসাম ও মেঘালয় রাজ্য বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে চেয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যান্ডউইথ সংকটে পড়বে না। ২০২৫ সালের মধ্যে তৃতীয় সাবমেরিনে যুক্ত হবে বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযাগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, বর্তমান সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণের সুফল সাধারণ মানুষ পাচ্ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে যাওয়ায় মানুষ ঘরে বসেই সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা পাচ্ছে। 

বিটিআরসি প্রকাশিত স্মরণিকা উপস্থাপনা করেন কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

দিবসটি উপলক্ষে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাওলিন ঝাও বলেন, ডিজিটাল প্রযুক্তিতে সবার সমব্যবহারের সুযোগ নিশ্চিতকরণ কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, এটি বিশ্বের সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।