মেসেজিং ফিচারকে আরও উন্নত করছে টিকটক

মেসেজিং ফিচারের জন্য টিম তৈরি করছে টিকটক। সম্প্রতি তাদের চাকরির বিজ্ঞাপন থেকে এমন ধারণাই পাওয়া গেছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি জানায়, মেসেজিং টিম রেফারেন্সে টিকটক কিছু টেকনিক্যাল অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট পদে কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছে।

যদিও টিকটকে সরাসরি মেসেজ করার সুবিধা আগে থেকেই আছে। সেটা করতে হলে যাকে মেসেজ করতে হবে, তার প্রোফাইলে গিয়ে চ্যাপ বাটনে ট্যাপ করে চ্যাট করতে হয়। কিন্তু সেটা ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো অতোটা সহজভাবে নয়।

আশা করা যাচ্ছে, মেসেজিং -এর উন্নতির মাধ্যমে এই টিম প্ল্যাটফর্মটিকে আরও জনপ্রিয় হতে সহায়তা করবে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।