"জিক্সার ক্লাব বাংলাদেশ"

জিক্সার

বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে সুপরিচিত একটি নাম হলো জিক্সার ক্লাব। এই সংগঠনটির পথচলা শুরু হয় প্রায় দেড় বছর আগে। প্রথমদিকে সংগঠনটির কার্যক্রম র্যা লি, ট্যুরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তারা সমাজসেবা, মানবসেবামূলক কাজে নিয়োজিত করার চেষ্টা করতে থাকে। যার ধারাবাহিকতায় গ্রুপটি এই রমজানে একটি মহৎ উদ্যোগ নেয়।

‘আপন নিবাস’ ঢাকার উত্তরখানে অবস্থিত ভাগ্যবিতাড়িত কিছু অসহায় বৃদ্ধাদের আশ্রম। যেখানে ২৪ জন অসহায় বয়স্ক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে পৌঁছায় না কোনও সরকারি অনুদান, না কোনও এনজিও-এর সাহায্য। এমন কী এই প্রচণ্ড গরমেও নেই বিদ্যুতের ব্যবস্থা। সেই সঙ্গে রয়েছে প্রচণ্ড খাবারের সংকট। সৈয়দা সেলিনা শেলী নামক একজন মহীয়সী নারী আশেপাশের সাহায্য সহযোগিতায় এই বৃদ্ধাশ্রমের পরিচালনা করেন।

জিক্সার ক্লাব বাংলাদেশ এই আশ্রমের পাশে গিয়ে দাঁড়ায়। সংগঠনের সদস্যরা মিলে পরিকল্পনা করেন এই বৃদ্ধাদের সঙ্গে একদিন ইফতার করার এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানোর। পরিকল্পনা মতো তারা ২৫ জুন বৃদ্ধাশ্রমে যান। এই বৃদ্ধাদের জন্য এক মাসের প্রয়োজনীয় রসদপত্র যেমন- চাল, ডাল, তেল, আলু, রসুন, পেঁয়াজ মরিচ ইত্যাদি বাজার করেন। সেই সঙ্গে তারা আরও নিয়ে যান এই বৃদ্ধাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন স্যান্ডেল, টুথ পেস্ট, ব্রাশ, চিরুনি, সাবান, শেম্পু ইত্যাদি এবং আরও নিয়ে যান প্রয়োজনীয় অনেক ঔষুধপত্র।

জিক্সার ক্লাব বাংলাদেশের সংগঠকরা বাংলা ট্রিবিউনকে জানান- সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু বাইকিং নয় বিভিন্ন সংগঠন এখন সুসংঘটিত। যদি আমরা সবাই সম্মলিতভাবে এগিয়ে আসি তাহলে দেশের অনেক অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকাংশেই লাঘব করা সম্ভব হবে। পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তারা জানান খুব শিগগিরই তারা এই বৃদ্ধাশ্রমের উন্নয়নের জন্য চেষ্টা করবেন।

জিক্সার

/এফএএন/