তরুণ পেশাজীবীদের জন্য জার্মানিতে ইন্টার্নশিপের সুযোগ

 

আইএফএ ইন্টার্ন

জার্মানির আইএফএ (ফরেন কালচারাল রিলেশনস ইনস্টিটিউট)- www.ifa.de  মুসলিম দেশসমূহের তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ক্রস কালচার ইন্টার্নশিপের আয়োজন করে থাকে। প্রতিবছর বাংলাদেশ থেকে তিন থেকে পাঁচ তরুণ পেশাজীবী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছেন।

রাজনীতি, সমাজ, শিক্ষা,  মানবাধিকার- শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন সহযোগিতা, মিডিয়া, সংস্কৃতি ও শিল্প—এই সব ক্ষেত্রে কর্মরত তরুণ পেশাজীবীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত তরুণ পেশাজীবীদের জার্মানিতে যাতায়াত ও আবাসনের যাবতীয় ব্যয় আইএফএ বহন করবে। ক্রস কালচার ইন্টার্নশিপে আবেদনের যোগ্যতা দেখে নিন। আর আপনার সঙ্গে মিলে গেলে আবেদন করতে পারেন আপনিও।

১. ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা ও ২. বাংলাদেশে স্থায়ী চাকরি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এই প্রোগ্রামে আবেদনের যোগ্য হবেন না। আবেদনকারীর বয়সসীমা ২৩-৪৫ বছর। আবেদনের শেষ সময় ৮ জানুয়ারি, ২০১৭।

বিস্তারিত তথ্য ও আবেদন: https://goo.gl/WAIG2E

/এফএএন/