সাইকেল চালিয়ে গিনেস বুকে বাংলাদেশের তরুণরা


গিনেস রেকর্ডে বাংলাদেশ
বাংলাদেশের ১১৮৬ জন সাইক্লিস্ট এক লাইনে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড অব ওয়ার্ল্ডে নাম তুললো। বাংলাদেশের সাইক্লিস্টদের স্বনামধন্য সংগঠন বিডি সাইক্লিস্টস গেল ১৬ ডিসেম্বর ৪৫তম বিজয় দিবসে এ আয়োজন করেছিল।

রাজধানীর ৩০০ ফিট রাস্তায় ১১৮৬ জন সাইকিলিস্ট এক লাইনে ১০ কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়েছিল রেকর্ডটির জন্য। বাংলাদেশের রেকর্ড গড়ার আগে রেকর্ডটি দখলে ছিল বসনিয়া হর্জেগোভেনিয়ার।

এ অর্জনে দারুণ উচ্ছ্বাসিত বিডি সাইকিলিস্ট সংগঠনের সকল সদস্য। গিনেস বুক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই গত রাতেই সংগঠনের সদস্য'রা জড়ো হতে থাকেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এরপর সেখানে রাতেই কেক কেটে, উল্লাস করে দিনটিকে স্মরণীয় করে রাখে বাংলাদেশে অনলাইন ভিত্তিক সাইক্লিস্টদের সবচেয়ে বড় সংগঠন ‘বিডি সাইক্লিস্টস’।

/এফএএন/