অভিযাত্রিকের দল

অভিযাত্রিক ফাউন্ডেশন

 

জেব্রা ক্রসিং এ রাস্তা পার হবার কথা হয়তো অনেকে ভুলেই গেছেন। যেখানে সেখানে যেমন খুশি তেমন করে রাস্তা পার হয়ে যাওয়া যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-কে সামনে রেখে অভিযাত্রিক ফাউন্ডেশন “বাংলার জয় ২০১৭ নামে” একটি ইভেন্ট আয়োজন করে। তাদেরমূল লক্ষ্য ছিল, ঢাকা শহরের সকল পুরাতন জেব্রা ক্রসিং এবং স্পিড ব্রেকার নতুন করে রঙ করে দেয়া।

২০শে ফেব্রুয়ারি রাত ১২টা থেকে মানে ২১ ফেব্রুয়ারির প্রথম লগ্ন থেকেই অভিযাত্রিক ফাউন্ডেশন এর ৭০জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করে। তারা সারারাত জেগে মিরপুর, শ্যামলী, আসাদগেট, মানিকমিয়া, ধানমন্ডি, নিউমার্কেট, কাওরানবাজার, বিজয়সরণি সহ বেশ কিছু এলাকায় মোট ২৫টি জেব্রা ক্রসিং এবং ২৮ টি স্পিড ব্রেকার রঙ করে। আর তাদের স্পন্সর করেছে জেসিআই ঢাকা সেন্ট্রাল।

এ বিষয়ে অভিযাত্রিক ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি জানান, “ সড়ক দুর্ঘটনার বড় একটি কারণ স্পিড ব্রেকার আর জেব্রা ক্রসিং রঙ না থাকা, এবং সরকারের একার পক্ষে সব সময় সব কাজ ১০০ভাগ করা সম্ভব নয়, তাই আমরা এই ইভেন্টটি আয়োজন করি প্রতিবছর”।

২০১০ সালে প্রতিস্থিত অভিযাত্রিক ফাউন্ডেশন বর্তমানে ৩২টি জেলায় ২৫০০ অধিক তরুন স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করছে।

/এফএএন/