মানিকগঞ্জে ইউএইচএইচ’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Image of UHH Meস্বাধীনতা দিবস উপলক্ষে ইউনিভার্সাল হেল্প হাব (ইউএইচএইচ) এর সুস্থ জাতি গঠন ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কমলাপুর গ্রামে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডিএমসি, নর্থ সাউথ, ব্র্যাক, বিইউপি, ইস্ট ওয়েস্ট, ইউল্যাব, ইউআইইউ, বিইউএফটি, ড্যাফোডিল, স্ট্যামফোর্ড , নর্দান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ গ্রহণ করেন।

ক্যাম্পে আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আকবর খান, ডেবনেয়ার গ্রুপ লিমিটেড এর ডিএমডি আজম খান, সুইটি প্রোডাক্সের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন খান ও ডেবনেয়ার গ্রুপ লিমিটেড এর পরিচলক নাইয়ারা নূর নিপা উপস্থিত ছিলেন। ক্যাম্পে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০ জন ডাক্তার দিনব্যাপী প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপসন প্রদান করেন। ইউএইচএইচ সব রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষধ বিতরণ করে।

এ সময় ৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও সিরাজদি খান হসপিটালের সহকারী সার্জন ডা. শাহনেয়াজ বলেন, ‘ইউএইচএইচ আগামী পাঁচ বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার যে সাহসী অঙ্গীকার করেছে, আমরা এ কাজে সব ধরণের সহযোগিতা করার চেষ্টা করব।’

/এমডিপি/