সুনামগঞ্জে দুর্গতদের মাঝে চিকিৎসা ও খাদ্য প্রদান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গত হাওরবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংঘঠন ইউনিভার্সাল হেল্প হাব (ইউএইচএইচ)।

‘হেলদি ন্যাশন’ শিরোনামের ধারাবাহিক ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলার বরডল উত্তর ইউনিয়নের কাউকান্দি বাজারে ২৯ এপ্রিল ইউএইচএইচ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। দিনব্যাপী এ ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে রোগীদের প্রেসক্রিপশন প্রদান করেন। ইউএইচএইচ এ সকল রোগীদের মধ্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণের পাশাপাশি চাল, ডাল, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

সুনামগঞ্জে দুর্গতদের মাঝে চিকিৎসা ও খাদ্য প্রদান

দিনব্যাপী এ ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। ক্যাম্পে উপস্থিত বরডল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কাশেম তার এলাকার দুর্গত হাওরবাসীদের পাশে মানবিক সেবা নিয়ে দাঁড়ানোর জন্য ইউএইচএইচ পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে উপস্থিত বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাক্তার মনিরুল ইসলাম বলেন, হাওরের মানুষ সর্বস্ব হারানোর পাশাপাশি এখন বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। দুর্গত হাওরবাসীদের পক্ষে এখন টাকা খরচ করে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। এ পরিস্থিতিতে ডাক্তাররা যদি একদিন করেও স্বেচ্ছাসেবা দেন, তাহলে এ সর্বস্ব হারানো মানুষগুলোর অনেক উপকার হবে। অহনিশ ফিল্মের প্রধান নির্বাহী এইচ আল বান্না সর্বস্তরের মানুষকে হাওরবাসীদের পাশে দাড়ানোর আহ্বান করেন। ইউএইচএইচ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিকদার এ আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএইচএইচ এর সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ইউএইচএইচ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী পাঁচ বছরে পঞ্চাশ হাজার প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী হেলদি ন্যাশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউএইচএইচ জরুরি ভিত্তিতে দুর্গত হাওরবাসীদের জন্য এ ক্যাম্প আয়োজন করে।

/এনএ/