নোয়াখালীতে ভিশন-২০২০ বাস্তবায়ন বিষয়ক সেমিনার

22054477_1342300932563511_918698538_nদক্ষিণ এশিয়ার তরুণদের নিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে নোয়াখালীতে এই প্রথমবারের মতো একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এই সেমিনারে দুই শতাধিক তরুণ অংশ নেয়।

উক্ত সেমিনার আয়োজন করে ভিসাইল এবং সহযোগিতায় ছিল ব্লাডম্যান, লিভ ফাউন্ডেশন। শুধু ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা’  নয় দক্ষ তরুণ গড়ার কাজটিও করবে“ভিশন ২০২০” প্রকল্প। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফজলুল হক ,ইঞ্জিনিয়ার খান মোহাম্মাদ ফয়সাল অনুষ্ঠানের শুভ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিশন ২০২০’র বাংলাদেশ টিমের পরিচালক জিমি মজুমদার ও প্রজেক্ট ম্যানেজার খুরশিদ আলম। এছাড়া প্রধান বক্তা হিসাবে ছিলেন লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহিম হাসান নিহান।

ভিশন ২০২০ এর লক্ষ হচ্ছে ২০২০ সালের মধ্যে ৫০ হাজার দক্ষ তরুণ তৈরি করা। যারা ২০২৫ সালের মধ্যে ৭ কোটি ৫০ লাখ মানুষকে প্রশিক্ষিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এই  প্রকল্পের সঙ্গে যুক্ত আছে যুব উন্নয়ন বিষয়ক বিভিন্ন সংস্থা।