৫০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলকে 'বিডিইয়াংস্টারজ'

22547019_435887340140383_1446993759_o-2সোশ্যাল মিডিয়ায় শিক্ষার প্রসারে ২০১৬ থেকে যাত্রা শুরু করে ইউটিউব চ্যানেল বিডিইয়াংস্টারজ। তরুণদের মেধা- মননশীলতা বিকাশের লক্ষ্যে এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলতে ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে চলছে প্রতিনিয়ত।

তরুণদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সফট স্কিলের উপর ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ  দিয়ে আসছে এই চ্যানেল। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে ৫০ টিরও বেশি প্রশিক্ষণ আয়োজন করেছে। বিডিইয়াংস্টারজ তরুণদের সফট স্কিল বৃদ্ধির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব প্রদান করে আসছে।

২০১৬ সালের জুন মাসে যাত্রা শুরুর পরে অল্প সময়ে মধ্যে ভিডিও কনটেন্ট বানানোর মধ্য দিয়ে ৫০ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে। এই সাফল্যকে উদযাপন করার জন্য রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টারস এ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিডিইয়াংস্টারজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাব্বির সরকার। তিনি বলেন, ‘তরুণদের বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের এবং চাকরির জন্য ইংরেজী শিক্ষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতে হবে তা না হলে সে উন্নতি করতে পারবে না’।

প্রতিষ্ঠাতা পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, ‘তারা তাদের ইউটিউব চ্যানেলে তরুণদের আত্মদক্ষতা উন্নয়নের জন্য আরও নতুন নতুন বিষয়ে উপর ভিডিও দিবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কার্যক্রমের আরও বৃদ্ধি করবেন’।  

উক্ত অনুষ্ঠানে বিডি ইয়াংস্টারজের উপদেষ্টা কিবরিয়া সরকার ছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া বিডি ইয়াংস্টারজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।