২০ অক্টোবর পর্দা উঠছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের

আগামীকাল ২০ অক্টোবর উন্মোচিত হতে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর দ্বিতীয় আসরের পর্দা। সারাদেশে ৪৪টি জেলা ও ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে চার মাসব্যাপী অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে উঠে আসে ১৩০০ আবেদন। এদের মধ্য থেকে ১০০টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় ৫০টি সংগঠন। ১৯ অক্টোবর বাছাইকৃত ১০০টি সংগঠনের প্রতিটি থেকে দুইজন করে প্রতিনিধি আসবেন সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে। অনুষ্ঠানস্থলেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

b3d6e88f496f65fdb4f7edcc766995e2-59dcaaad71aa5
২০ অক্টোবর সকালে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। বিকেলে থাকবে মতবিনিময়। ২১ অক্টোবর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন এবং ক্রীড়া উন্নয়ন এই তিনটি বিভাগে মনোনয়ন দেওয়া পঞ্চাশটি সংগঠনের মধ্যে রয়েছে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা, বরিশাল ইয়ুথ সোসাইটি, দুর্বার ফাউন্ডেশ, কাকতাড়ুয়া, আই পজিটিভ, স্লোগান একাত্তুর, শ্রীপুর উপজেলা ইয়ুথ ফোরাম, জুমফুল থিয়েটারসহ আরও বেশকিছু সংগঠন।