শুরু হচ্ছে ‘এশিয়া প্যাসিফিক সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৮’

এশিয়া প্যাসিফিক সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৮ আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে। ইউএনডিপি থাইল্যান্ডের ডেপুটি রেসিডেন্ট প্রতিনিধি মার্টিন হার্ট-হ্যানসেন, উইনলক ইন্টারন্যাশনালের প্রকল্প পরিচালক উইলিয়াম স্পার্কস, ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের মেডেলিন রেখনাগেল এবং রেবেকা ওয়াকারসহ আরও অনেকে যোগদান করবেন এতে।

এশিয়া প্যাসিফিক সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৭- এর আয়োজন

দুই দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা সফল উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। সামাজিক ব্যবসায়ে দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রতিনিধিরা এই উদ্যোক্তাদের সঙ্গে ধারণা, সম্পদ, কৌশল এবং প্রযুক্তি ভাগ বিষয়ে আলোচনা করবেন। 

সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট, এসবিএইচএস একটি নেতৃস্থানীয় যুব ফোরাম যা একটি সেতু যা বিশ্বজুড়ে যুবক এবং সামাজিক ব্যবসা সম্প্রদায়ের দক্ষ ব্যক্তিদেরকে একত্রিত করে।