মিরপুরে সম্ভাবনার উদ্যোগে আল্পনা উৎসব

Mirpure alpona utsob (1)বাঙালির ঐতিহ্যের প্রতীক বৈশাখ। বৈশাখ মানেই প্রাণের উৎসব, বৈশাখ মানেই রঙের উৎসব। তাই বৈশাখের আগমনে রঙ লাগে দেশের পথঘাটে। বৈশাখে নগরীর নানা প্রান্তরে সাজ সাজ রব চললেও নানা কারণে মিরপুর অঞ্চলে বৈশাখের আয়োজন নেই বললেই চলে। তাই বৈশাখের রঙকে সার্বজনীন করার জন্য তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনা ইয়ুথের আয়োজনে মিরপুরবাসীদের জন্য অনুষ্ঠিত হয় সম্ভাবনার 'বর্ষবরণ  উৎসব'।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই বর্ষবরণ উৎসবের অন্যতম আর্কষণ ছিল আল্পনা উৎসব। চৈত্রের শেষ দিন ১৩ এপ্রিল সন্ধ্যায় শুরু হয় এ উৎসব। উৎসবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আঙিনা ও মিরপুর ২ নম্বর থেকে স্টেডিয়ামের ভি আই পি গেইট পর্যন্ত প্রায় ৬০০ মি রাস্তার দুপাশ আল্পনা করা হয়। এতে সম্ভাবনার তরুন স্বেচ্ছাসেবদের সাথে যোগদেন ফেসবুক ভিত্তিক মিরপুরের স্থানীয় সংগঠনের তরুন, মিরপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগন। আল্পনা উৎসব এর পরে পহেলা বৈশাখ সকাল সাড়ে নয়টায় মিরপুরের সর্বস্তরের জনগনের জন্য আয়োজন করা হবে মঙ্গল শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য ‘তারুণ্যই শক্তি’ এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পৃষ্ঠপোষকতায় ২০১৬ সালের পহেলা বৈশাখ যাত্রা শুরু করে সম্ভাবনা ইয়ুথ। বঞ্চিত শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে যাত্রা শুরু করা সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি তরুণ সমাজকে দেশের উন্নয়নে উদ্বুদ্ধ করতে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে।