সাড়া ফেলেছে কলেজপড়ুয়া আরিফার ‘কাস্টএওয়ে’

কেউ গাইছে গান। কেউ আঁকছে সুনিপুণ ছবি। কেউবা সৃজনশীল কিছু দেখিয়ে সবাইকে মুগ্ধ করছে। আবার রন্ধনশিল্প কিংবা নাচের ভিডিওচিত্র অথবা নিজস্ব সৃজনশীল যেকোনও কিছু শেয়ার করছে। এমনই সব প্রতিভাগুলোকে লক্ষ মানুষের নিউজফিডে আনছে ‘ক্যাস্টএওয়ে অন দ্য মুন’ নামের ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মটি। এরইমধ্যে যার সদস্যসংখ্যা প্রায় ২ লাখ ছুঁই ছুঁই।

PicsArt_12-20-04.21.10

মার্চ মাসের শেষের দিকে করোনাভাইরাসের প্রকোপে সারা দেশে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। ঘরবন্দি মানুষের জীবনে একধরনের অনিশ্চয়তা ও হতাশার ছায়া নেমে আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভরতা বাড়ে মানুষের। ঘরবন্দি এ সময়কে কাজে লাগিয়ে অনেকেই সুপ্ত প্রতিভার চর্চা করতে শুরু করেন। এ সকল ভাবনাগুলোকে একত্র করে, মানুষের এই একঘেয়েমি জীবনে একটু আনন্দ দিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফা শবনম তৈরি করে ফেলেন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই যে কেউ চাইলেই একদল অডিয়েন্সের সামনে নিজস্ব প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। শুরু হয় ক্যাস্টএওয়ে অন দ্য মুনের যাত্রা।

ক্যাস্টএওয়ে অন দ্য মুন গ্রুপের উদ্দেশ্য সম্পর্কে আরিফা বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্যই ছিলো সৃষ্টিশীল মানুষদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে কোনও রকম দ্বিধা ছাড়াই যে কেউ চাইলে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। আমাদের দেশে এ ধরনের উন্মুক্ত প্ল্যাটফর্মের বেশ ঘাটতি ছিলো। নিজস্ব প্রোফাইলের গণ্ডি পেরিয়ে প্রতিভা বিকাশের তেমন কোনওঁ সুযোগ ছিলো না। আমরা সেই সুযোগটি করে দিতে চেয়েছি এবং আমরা সেটি করে দেখিয়েছি। বর্তমানে এ ধরনের অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটি অবশ্যই আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।’

হঠাৎ কি করে এত জনপ্রিয়তা মিললো? উত্তরে আরিফা বলেন, ‘আমরা শুরু থেকেই মানুষের জন্য কাজ করে গিয়েছি। বরং কিছু প্রাপ্তির আশা ছাড়াই প্ল্যাটফর্মটিকে সুন্দরভাবে সাজানোর জন্য দিন-রাত কাজ করেছি। এর বিনিময়ে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। আবার অনেক ঘৃণাও দেখেছি। এত বড় একটি প্ল্যাটফর্মের মেইনটেনেন্স করা অবশ্যই আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। তবে এ কাজটিকে সহজ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমাদের প্রতিনিধি দল। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।’

received_201554984943110

 

ইতোমধ্যেই ক্যাস্টএওয়ে দ্য মুন থেকে অনলাইনভিক্তিক বাংলাদেশে বড়সড় আন্তর্জাতিক ইভেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই ইভেন্ট। ইভেন্টটিতে থাকছে একের অধিক ক্যাটাগরি এবং বিচারকার্য পরিচালনায় দেশের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পীরাও থাকবেন বলে জানান আরিফা শবনম।  

ক্যাস্টএওয়ে দ্য মুন এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরিফা বলেন, ‘এই প্ল্যাটফর্মটিকে আরও বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আর্টিস্টদের নির্ভরতার একটি জায়গায় নিয়ে যেতে চাই আমরা। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে ২০২১ সালে একটি অফলাইন ইভেন্টের আয়োজন করতে চাই।’