X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৪ মে ২০১৬, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গত কার্যদিবসের চেয়ে সামান্য বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসই’র সব সূচক সামান্য কমলেও সিএসইতে সূচক বেড়েছে। ডিএসইএক্স কমেছে ০ দশমিক ২৫ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ১০ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ১৩ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯২ কোটি ১৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ৬০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং ৮ দশমিক ১৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইউনিক হোটেল, লাফার্জ সুরমা সিমেন্ট,  ডোরিন পাওয়ার, খান ব্রাদার্স, যমুনা অয়েল, ইফাদ অটো, অলিম্পিক এক্সেসরিজ এবং লিন্ডে বাংলাদেশ।
মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ৯৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৮০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৩৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, এপেক্স ফুটওয়্যার, বেক্সিমকো লিমিটেড এবং খান ব্রাদার্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ