X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ এসডিজি অর্জনের ক্ষেত্রেও পুরস্কার পাবে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৭:১৭আপডেট : ০৫ জুন ২০১৬, ১৭:২৪


পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) নির্ধারিত ৮টি লক্ষ্যের সবকটি  কেবল অর্জনই করেনি, বরং লক্ষ্যসমূহ অর্জনে বিরল সফলতা দেখিয়ে ৮টি পুরস্কার অর্জন করেছে। একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) নির্ধারিত ১৭টি লক্ষ্যের সবকটি সফলভাবে অর্জনে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে ১৭টি লক্ষ্যের সবকটি অর্জনের সফলতা পুরস্কার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও  অপরিহার্য।
তিনি বলেন, যদি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অগ্রগতির চলমান ধারা অব্যাহত থাকে তাহলে ২০৩০ সালে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ।
পরিকল্পনা মন্ত্রী রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউএনডিপি  আয়োজিত বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যের গুরুত্ব বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য  ড.শামসুল আলম , ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পাইলিন টাইমসিস (চঅটখওঘঊ ঞঅগঊঝওঝ), ইউএনডিপির প্রাইভেট  সেক্টর উপদেষ্টা শাবা সোবানি (ঝঅঐইঅ ঝঙইঐঅঘও), বেসরকারি সংস্থা বিল্ড- এর চেয়ারপারসন আসিফ ইব্রাহিম এবং নেদারল্যান্ড ডেভেলপমেন্ট- এর ইনক্লুসিভ বিজনেস ডিরেক্টর জামাল উদ্দিন বক্তৃতা করেন ।
পরিকল্পনা মন্ত্রী  বলনে, আমাদের উন্নয়নের প্রধান চালিকা শক্তি  হচ্ছে বেসরকারিখাত। তিনি কর্মমূখী শিক্ষা বিস্তার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির উল্লেখ করে বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন গতিশীলতার জন্য প্রয়োজন কর্মসংস্থানের নিশ্চয়তা।  সে লক্ষ্যে সরকার কাজ করছে । টেকসই অবকাঠামোগত উন্নয়ন আরও একটি গুরুত্বর্পূণ বিষয়। সরকার গুণগত অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করেছে।

তিনি বলেন, এ ছাড়া গ্রাম এবং শহরের মধ্যে ব্যবধান কমিয়ে টেকসই উন্নয়নের জন্য খুবই অপরিহার্য। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাব উন্নয়নের অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের শিল্পোন্নত ৫ টি দেশে শতকরা ৫৫ ভাগ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নির্গমন করছে। অথচ কার্বন নির্গমনকারী দেশ না হয়েও আমাদেরকে পরিবেশগত বিপর্যয়ের বিরাট ঝুঁকি সামলাতে হবে। এ সকল নানা ঝুঁকি সত্যেও বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।

আরও পড়ুন: 

এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন: রওশন এরশাদ
নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

/এসআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?