X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৮:৫৬আপডেট : ০৫ জুন ২০১৬, ১৯:১২





নবীন কর কর্মকতাদের উদ্দেশে বক্তব্য রাখছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সারাপৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব। আর এই রাজস্ব সংগ্রহে এনবিআরের ওপর মানুষের প্রত্যাশা দিন-দিন বাড়ছে। রবিবার রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত রাজস্ব ভবনে অনুষ্ঠিত বিসিএস কর ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত নবীন এই কর্মকর্তাদের ‘বরণ ও সংবর্ধনা’অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং মানুষের প্রত্যাশা পূরণে এনবিআর সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজস্বের প্রায় ৮৫ শতাংশ সংগ্রহ করে এনবিআর। এ সংগ্রহ প্রক্রিয়ায় সহকারী কর কমিশনাররা অগ্রসৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, এ বৃহৎ কর্মযজ্ঞকে আরও গতিশীল ও প্রাণবন্ত করতে এনবিআরে নতুন করে যুক্ত হয়েছেন বিসিএস (কর) ক্যাডারের ৩৪তম ব্যাচের চৌত্রিশ জন তরুণ, সতেজ ও উদ্যমী সহকারী কর কমিশনার।
অনুষ্ঠানে তরুণ সহকারী কর কমিশনারদের সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে সরকারের কাঠামো, এনবিআর, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ধারণা, অর্থ মন্ত্রণালয় ও এর বিভিন্ন বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে এনবিআরের অবদান এবং প্রত্যক্ষ কর তথা আয়করের ঐতিহাসিক ভূমিকা ও তাৎপর্য, কর বিভাগের কার্যপদ্ধতি, দক্ষ রাজস্ব কর্মকর্তার গুণাবলি, দায়িত্ব, সরকারি কর্মকর্তাদের শিষ্টাচার ও সামাজিক দায়িত্ব, কর অঞ্চলের ঐতিহ্য ও বিশেষ পরিপ্রেক্ষিত সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির দিক-নির্দেশনামূলক বক্তব্যে নজিবুর রহমান বলেন, এনবিআরকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক, স্বচ্ছ ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা’ নীতি অনুসরণ করে কর্মক্ষেত্রে সুশৃঙ্খলা বজায় রাখা জরুরি। এ ক্ষেত্রে পেশাগত প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। নবনিয়োগকৃত সহকারী কর কমিশনারদের পরিচিতিমূলক ও বিভাগীয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সফল এবং সুশৃঙ্খলভাবে সমাপন করে তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, প্রজ্ঞা, কর্মকৌশল এবং দক্ষতাকে কাজে লাগিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় তিনি এনবিআরের কাছে জনগণের প্রত্যাশা পূরণে নবীন কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করার জন্য আহ্‌বান জানান।

আরও পড়তে পারেন: করপোরেট কর কমানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিকেএমইএ

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!