শেখ হাসিনার দশ উদ্যোগ দেশের অর্থনীতিতে দিকবদলের সূচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরিবেশ সুরক্ষিত রেখে নিজ শক্তিতে বৈষম্যহীন সমৃদ্ধি অর্জনে এ উদ্যোগগুলোকে অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ বলে বর্ণনা করেন তিনি।
বুধবার বাংলাদেশ সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগের’ প্রচার কার্যক্রম উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ও বিকাশ নিশ্চিত করতে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে এ উদ্যোগগুলোর কোনও বিকল্প নেই। তথ্য মন্ত্রণালয় এ উদ্যোগগুলোর কথা দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে নিরলস ভূমিকা পালন করছে।
তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি কিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নির্মিত ফিলার, নাটিকা, স্পট ড্রামা, ডকু-ড্রামা, স্লোগান, টিভিসি’র কয়েকটি প্রদর্শন করা হয়।
এসময় তথ্য সচিব মরতুজা আহমদ তথ্য মন্ত্রণালয়কে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ প্রচারে আন্তরিকভাবে কাজ অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের ১৪টি সংস্থা ও অধিদপ্তরের প্রতি নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, বন ও পরিবেশ সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংস্থাগুলোর প্রধানরা।
আরও পড়ুন-
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, সাতজনের যাবজ্জীবন
জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু
/এসআই/এনএস/এফএস/