X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিদেশি বিনিয়োগ বেড়েছে ৪৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৫:২৮আপডেট : ২২ জুন ২০১৬, ১৫:২৮

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিক চিত্র ২০১৫ সালে আগের বছরের চেয়ে বাংলাদেশের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ৪৪ শতাংশ। গত বছর মোট বিনিয়োগ হয়েছে ২ হাজার ২৩৫ মিলিয়ন ডলার। ২০১৪ সালে যা ছিল ১ হাজার ৫৫১ মিলিয়ন ডলার।

বুধবার দুপুরে বোর্ড অব ইনভেস্টমেন্টে আঙ্কটাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৬’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এফডিআই এ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দক্ষিণ এশিয়াতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে প্রথম অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে বিনিয়োগ হয়েছে ৪৪ হাজার ২০৮ মিলিয়ন ডলার। তবে ভারতে এ বিনিয়োগ বৃদ্ধির পরিমাণ বেড়েছে মাত্র ২৭ শতাংশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে ইরান।

এদিকে বাংলাদেশের খাত ভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে গ্যাস বিদ্যুৎ ও পেট্রোলিয়াম খাতে। ২০১৫ সালে এ খাতে বিনিয়োগ হয়েছে ৫৭৪ মিলিয়ন ডলার। যা আগের বছরে ছিল ৫০ মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল ও ওয়্যারিং খাতে বিনিয়োগ হয়েছে ৪৪৩ কোটি টাকা।

এছাড়া টেলিকমনিকেশন খাতে ২৫৫ মিলিয়ন ডলার, ব্যাংকিং খাতে ৩১০ মিলিয়ন ডলার, ফুড প্রোডাক্টে ১২৫ মিলিয়ন ডলার, কৃষি ও মৎস খাতে ২৫ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। আর অন্যান্য খাতে বিনিয়োগ হয়েছে ৫০৩ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্তনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন বলেন, ২০১৫ সালে বিশ্ব অর্থনীতিতে এফডিআই বেড়েছে ৩৮ শতাংশ বা ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, উন্নয়নশীল অর্থনীতিতে এফডিআইর পরিমাণ ৭৬৫ বিলিয়ন ছাড়িয়েছে। যা ২০১৪ সালের তুলনায় ৯ শতাংশ বেশি।

আর যুক্তরাষ্ট্রে ৩৮০ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ হয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে। হংকংয়ে ১৭৫ বিলিয়ন ও চীনে ১৩৬ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।

ইসমাইল হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০১৬ সালে এফডিআই ১০ থেকে ১৫ ভাগ কমে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে ভঙ্গুরতা, প্রবৃদ্ধি কমে যাওয়া, কার্যকরি ট্যাক্স পলিসিসহ বেশকিছু প্রতিবন্ধকতার কারণে এফডিআই কমতে পারে। তবে নানা ধরনের নীতি সহায়তার কারণে ২০১৭ ও ১৮ সালে এফডিআই ভালো অবস্থানে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের অর্থনীতি যত বড় হবে, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ তত বাড়বে। আমাদের অর্থনীতি এখনও অনেক তরুণ। যার প্রবৃদ্ধি হওয়ার অনেক জায়গা রয়েছে।

তিনি আরও বলেন, এ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার ছাড়ানোর মাধ্যমে আমরা সাহস সঞ্চার করতে পেরেছি। যা আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ বলেন, গত বছর কোনও রাজনৈতিক অস্থিরতা ছিল না। বিনিয়োগের ভালো পরিবেশ ছিল। এটি বিনিয়োগ বাড়ার একটা কারণ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে
সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে