X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে বেড়েছে ৫২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৫:৩৪আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০১:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১৪ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৩৩ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২৯ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২১ কোটি ৩৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ১১ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২১ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে একং ১৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  এসিআই ফর্মুলা, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, আমান ফিড, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ০৩ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, সোস্যাল ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ফিড, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এসিআই ফর্মুলা, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ