X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অনুমোদিত ডিজাইনের বাইরে লঞ্চ নির্মাণ না করার আহ্বান নৌমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ২০:১৬আপডেট : ২০ জুলাই ২০১৬, ২০:১৬

এম ভি পারাবত-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী লঞ্চ মালিকদের নির্ধারিত ডিজাইনের বাইরে লঞ্চ নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মেটাল ডিটেক্টর রাখারও আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে ঢাকা সদরঘাটে যাত্রিবাহী লঞ্চ এম ভি পারাবত-১২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাবেয়া শিপিং কোম্পানির চেয়ারম্যান সহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএ’র সদস্য (পরিকল্পনা) ভোলা নাথ দে এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম।

নৌমন্ত্রী বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় নৌ-দুর্ঘটনা কমে এসেছে। দুর্ঘটনা কমিয়ে আনতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নৌ-দুর্ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে লঞ্চ মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, লঞ্চ যাত্রীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। ঢাকা সদরঘাটের পূর্ব ও পশ্চিম পাশে টার্মিনাল ভবন ও পন্টুন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পোস্তগোলার নিকট শ্মসানঘাট এলাকায় একটি আধুনিক লঞ্চ টার্মিনাল ভবন নির্মাণ করা হবে।

মেসার্স রাবেয়া শিপিং কোম্পানি কেরানিগঞ্জে অবস্থিত তাদের নিজস্ব ডকইয়ার্ড মাদারীপুর ডকইয়ার্ডে যাত্রিবাহী নৌযান এম ভি পারাবত-১২ নির্মাণ করেছে। এর দৈর্ঘ্য ৩১০ ফুট ও প্রস্থ ৫২ ফুট। জাপানের তৈরি ৫ হাজার অশ্বশক্তির মেরিন প্রোপালশন ইঞ্জিন এবং ৬টি স্ট্যান্ডবাই জেনারেটর জাহাজে ব্যবহার করা হয়েছে। চার তলার এ লঞ্চে রয়েছে যাত্রীদের জন্য শিতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কেবিন,  ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাস কেবিন, ফাস্টফুড ক্যাফে, মেডিসিন কর্ণার। বিজনেস ক্লাসে পাঁচ তারকা হোটেল মানের সার্ভিস সুবিধা রয়েছে। প্রতিটি রুমে থাকছে এলইডি টিভি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তার জন্য নৌযানটিতে থাকছে একাধিক স্তরের তলদেশ, রাডার, জি.পি.এস, ইকো সাউন্ডার, যোগাযোগের জন্য ভি এইচ এফ রেডিও, অন-স্ক্রিন ন্যাভিগেশন  ক্যামেরা, ওয়াটার ব্লাস্ট, সিসি টিভি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম