X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৫২৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৫:২৮আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:২৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৫২৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ৬৭ লাখ টাকা।

তবে এদিন উভয় পুঁজিবাজারে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ০৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫শ’ কোটি ৯৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৮১ কোটি ৮৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ০৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, মবিল যমুনা, বেক্সফার্মা, বিএসআরএম স্টিল, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটো মোবাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।

বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৯৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করে। তবে সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১২ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, তিতাস গ্যাস, সিঙ্গার বিডি, বিএসআরএম স্টিল, সিভিও পেট্রোকেমিক্যাল, ইফাদ অটোমোবাইল এবং শাহজিবাজার পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই